দোহারে যাকাতের কাপড় নিতে গিয়ে আঙ্গুল কাটা পড়লো ভিক্ষুকের

325

ঢাকার ফকিরাপুলে যাকাতের কাপড় আনতে গিয়ে চার জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার যাকাতের কাপড় নিতে গিয়ে এক মর্মান্তিক দূর্ঘটনায় ডান হাতের মধ্যমা আঙ্গুল কাটা পড়লো দোহারের এক ভিক্ষুকের।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বাংলাদেশ বস্ত্রালয়ের মালিক পক্ষের (আব্দুর রব ও আইয়ুব আলী) বাড়ীতে শুক্রবার জুম্মার পর থেকে জাকাতের কাপড় বিলির ব্যবস্থা করা হয়।

প্রায় শতাধিক কাপড় বন্টনের পর উপস্থিত জনসাধারনের মাঝে হট্টগোল শুরু হলে বাড়ীর সদর দরজা বন্ধ হয়ে যায়। এই সময় দরজায় এক মহিলার আঙ্গুল আটকে যায়।

সেই সময় তার চিৎকারে আব্দুর রবের বাড়ির লোকজন এসে দরজা থেকে তার আঙ্গুল বের করে তাকে দ্রুত জয়পাড়া হাসপাতালে নিয়ে আসে। এই অবস্থার তার আঙ্গুলের অবস্থা দেখে তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে ডাক্তার তার হাতের আঙ্গুল কেটে ফেলতে পরামর্শ দেয়।

আপনার মতামত দিন