দোহারে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় অতিথির তালিকায় নেই মান্নান খান, জজ মান্নান, মাহবুব

285

দোহার উপজেলা প্রশাসন ও দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল আয়োজিত দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সংবর্ধনায় অতিথি হিসাবে দাওয়াত আওয়ামী লীগের দুই মুক্তিযোদ্ধা নেতা সহ তিন প্রভাবশালী মুক্তিযোদ্ধা। এরা হলেন আওয়ামী লিগের সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক দোহার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ও আই জি আর এম এ মান্নান।

এদের মধ্যে মাহবুবুর রহমান ছাড়া আর সবাই উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মহা নায়ক মুক্তিযোদ্ধাদের এই  অনুষ্ঠানে এই মুক্তিযোদ্ধাদের দাওয়াত না দাওয়া নিয়ে সৃষ্ঠি হয়েছে ধুম্রজাল। এ নিয়েই শুরু হয়েছে মুলত ঝামেলা। তার উপর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তলন করে এই পরিস্থিতি আরো উসকে দেন সালমা ইসলাম। ফলস্রুতিতে তার সামনেই দোহার উপজেলা যুবলীগের নেতা কর্মীরা তার ব্যানার ছিড়ে ফেলে। এর পর মান্নান খানের নেতৃত্বে অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

আপনার মতামত দিন