দোহারে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

86
দোহারে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

ঢাকা জেলার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ৩রা জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে মত বিনিময় সভায় যে সকল স্কুলের রেজাল্ট খারাপ সেই সকল স্কুলের শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। এছাড়াও তিনি প্রতিটি স্কুলে শিক্ষক কাউন্সিল করার আহবান জানান।

উক্ত সভায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলো দোহার উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক।

সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা দোহারের সকল স্কুলের এসএসসি ২০২১ রেজাল্টের আনুপাতিক হার বিশ্লেষণ করেন এবং রেজাল্ট অনুযায়ী পুরষ্কার বিতরন করেন। এসএসসি রেজাল্ট ২০২১ দোহার উপজেলায় ১ম স্থান অধিকার করে ড্যাফোডিলস হাইস্কুল।

উক্ত সভা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর সেরা বক্তা পুরষ্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। ২০২০ এর সেরা বক্তৃতায় ১ম স্থান অধিকার করেন মোঃ আল-আমিন হোসেন জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

আপনার মতামত দিন