দোহারে মাদক ব্যবসায়ী জুয়েল আটক

1554

 

ঢাকার দোহারে মোঃ জুয়েল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দোহার থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া যায়। উপজেলার দক্ষিন জয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ জুয়েল ঢাকার দোহার উপজেলা দক্ষিন জয়পাড়া গ্রামের মোঃ সাহের উদ্দিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার দক্ষিন জয়পাড়া এলাকায় এস,আই সৈয়দ জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ জুয়েলকে আটক করে। পরে জুয়েল এর শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দোহার থানা পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানায়, জুয়েল এর নামে দোহার থানায় মাদক আইনে মামলা রুজু করিয়া শনিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন