দোহারে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

622

ঢাকার দোহারে মো. সেলিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মধুরখোলা গ্রামের ফায়েজ দেওয়ানের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেলিম উপজেলার নারিশা ইউনিয়নের রুইতা গ্রামের মজিবর বেপারীর ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, ধারণা মাদক ব্যবসার দ্বন্দ্বে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন