দোহারে মাদক বিরোধী অভিযানঃ মাদক ব্যাবসায়ী আটক

694

crime reporter,news39.net: ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের তিনদোকান হতে ৫৪ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন মোঃ হিরা (২২)। পুলিশ সুত্রে জানা যায়,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমারৎ হোসেনের নেতৃত্বে, এস আই সংকর সহ একটি বিশেষ টিম তিনদোকানে হতে হিরাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হিরা (২২), মুকসুদপুরের খাশেরটেক গ্রামের আব্দুল মুতালেবের ছেলে। কর্মরত পুলিশ আমাদেরকে জানায়, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১)এর ৯(খ) একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত দিন