দোহারে মহিলাসহ দুই গাঁজা ব্যবসায়ী আটক

655

 

ঢাকার দোহারে দেড় কেজি গাঁজাসহ জাহেদা (৪০) ও শাহিন (৩৮) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। জাহেদা উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় ও মোঃ শাহিন উপজেলার জয়পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শাহিন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে দংশ করে যাচ্ছে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনা। রবিবার সন্ধ্যা এস আই হাবিবুর ও পিএসআই নির্মল চন্দ্র সঙ্গী ফোর্সসহ ৫০০ গ্রাম গাঁজা নিজ বাড়ি থেকে শাহিনকে আটক করে।

অন্য দিকে উপজেলার নারিশা ইউনিয়নে সাতভিটা এলাকা থেকে রবিবার সন্ধ্যায় এস আই রিয়াজ মোর্শেদ ও সঙ্গী ফোর্সসহ ১ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে জাহেদা নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। এই ব্যাপারে এস আই হাবিবুর ও রিয়াজ মোর্শেদ জানায়, তাদের নামে দোহার থানায় মাদক মামলা রজু করা হয়েছে।

 

আপনার মতামত দিন