দোহারে মহিলাদের উদ্যোগে ব্যাঙ্গল সরিষার তেলের কারখানার উদ্বোধন

2091

 “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ” ও “দল ভিত্তিক টেকসই উন্নয়নই হতে পারে সামাজিক ও রাষ্ট্রিয় উন্নয়ন” এই চিন্তাকে পুজি করে এবং গুড নেইবারস্ দোহার কমিউনিটির সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার চরকুশাই গ্রামে ২৫জন সুবিধাভোগী নারীর যৌথ উদ্যোগে ব্যাঙ্গল সরিষার তেলের একটি কারখানার উদ্বোধন করা হয়েছে।

২২ নভেম্বর রবিবার সকাল ১১টায় কারখানাটির উদ্বোধন করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়ং সেক কিম। এসময় আরো উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জিন কক কিম, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, গুড নেইবারস বাংলাদেশের স্পেশাল অপারেশন ডিরেক্টর আনন্দ কুমার দাস, দোহার থানার এস.আই ওয়ালিউর রহমান প্রমূখ। উদ্বোধন শেষে কারখানা ঘুড়ে দেখেন আগত অতিথিরা। এ সময় কারখানায় উৎপাদিত সরিষার তেল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

আপনার মতামত দিন