দোহার-নবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

11
দোহার-নবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে এবং নানা আয়োজনে বাংলা বর্ষবরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দোহার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ করতে সকালে দোহার উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর বট তলায় সমবেত হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান হয়।

দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিল্পীরা দেশীয় সংস্কৃতি তুলে ধরে সংগীত, কবিতা, গান ছাড়া গীতি নাট্য পরিবেশন করেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তি, সুধী সমাজ সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা, বান্দুরা, শোল্লা, আগলা, গালিমপুর, চুড়াইন, শিকারীপাড়া, ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত দিন