দোহারে মসজিদ ও মন্দিরে সরকারি অনুদান প্রদান

268

আল-আমিন ও শরিফ হাসান, news39.net: দোহারে বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ধর্ম মন্ত্রনালয় হতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির অনুকূলে প্রদত্ত দোহার উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। দোহার উপজেলার ১৭টি মসজিদ ও ৪টি মন্দিরে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বর্তমানে করোনা মহামারি অতিমারি আকার ধারন করেছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য মসজিদগুলোতে বিশেষ করে ঈমামরা মুসল্লিদের সতর্ক করবেন।

এসময় উপস্থিত ছিলেন অনুদান প্রাপ্ত মসজিদ ও মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।

আপনার মতামত দিন