দোহারে বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

105
দোহারে বীর মুক্তিযোদ্ধা দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় “দোহার জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড” চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে এবং ২ পুত্র সন্তান রেখে গিয়েছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৪ মে(শুক্রবার) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে জয়পাড়ায় অবস্থিত “প্রাইভেট হাসপাতালে” ভর্তি করা হয়।

তার জানাজায় অংশগ্রহণ করেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, তার বড় ছেলে মো:মাসুম,ছোট ছেলে মেজবাহ, দোহার উপজেলায় চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ তার ছাত্র ও এলাকাবাসী।

আপনার মতামত দিন