দোহারে বিষপানে যুবকের আত্মহত্যা

578

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯: সোমবার বিকেলে দোহার উপজেলার মধুরচর গ্রামের বিষ পান করে ইব্রাহিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, ইব্রাহিম উপজেলার মধুরচর গ্রামের আব্দুর রউফ চোকদারের ছেলে।

নিহতের পিতা রউফ চোকদার জানান, শনিবার বিকেলে ইব্রাহিম বাসা থেকে বের হয়। বিকেলে জানতে পারি মেঘুলা পদ্মা নদীর পাড়ে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে ইব্রাহিম। সংবাদ পেয়ে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমার তিন ছেলে এক মেয়ে। ইব্রাহিম ছিল চার সন্তানের মধ্যে আমার ২য় সন্তান। কেনো যে সে বিষ খেলো তা আমার জানা নেই।

এবিষয়ে দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি ।

আপনার মতামত দিন