দোহারে আলোকিত মানুষ গড়তে বিশ্ব সাহিত্য কেন্দ্র

355

আলোকিত মানুষ চাই এই শ্লোগান নিয়ে আলোকিত মানুষ গড়তে প্রতি সোমবার দোহারে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের গাড়ি। জানা গেছে এখন থেকে নিয়মিত এই কার্যক্রম চলবে।

প্রতি সোমবার দুপুর ১২.৩০ টা থেকে ১.৩০ পর্যন্ত জয়পাড়া কলেজ মার্কেটে, ১.৩০ টা থেকে ২.০০ পর্যন্ত জয়পাড়া মডেল স্কুল মাঠে আর বেলা ২.০০ টা থেকে ২.৩০ টা পর্যন্ত মডেল স্কুল মার্কেটে এই গাড়ি অবস্থান করবে।

এ ব্যাপারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাগার সহকারি আব্দুল্লাহ আল কুরাইশি নিউজ ৩৯ কে জানান, আলোকিত মানুষ গড়তে আমাদের কার্যক্রম ধীরে ধীরে বাংলাদেশের প্রতিটি থানায় সমপ্রসারিত হবে।

তিনি আরও বলেন, যে কেউই আমাদের সদস্য হতে পারবে। ১০০ টাকার বিনিময়ে সাধারণ সদস্য ও ২০০ টাকার বিনিময়ে বিশেষ সদস্য হতে পারবে। আর একজন সাধারণ সদস্য এক মাসে ২০০ টাকা সম্মানের বই ও বিশেষ সদস্য ৪০০ টাকা সম মানের বই প্রাথমিক অবস্থায় নিতে পারবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ দোহার থানায় ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অভিভাবকদের আশা এতে ছেলে মেয়েরা সৃজনশীলতার পাশাপাশি, তাদের নৈতিকতারও বিকাশ ঘটাবে।

আপনার মতামত দিন