দোহারে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জন গ্রেফতারঃ পলাতক ১

639

মোঃ শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার থানা পুলিশের এসআই ইব্রাহিম শেখের নেতৃত্বে একটি চৌকষ দলের নিয়মিত পুলিশী অভিযানে ৫৮০০পিস ইয়াবা এবং ১০গ্রাম হেরোইনসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৭,৪০,০০০ টাকা এবং হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০টাকা। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় দোহারের নুরপুর ভুইয়াবাড়ী মাঠের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে টেকনাফ রোহিংগা ক্যাম্পের ১ জনসহ টেকনাফের ২ জন, কেরাণিগঞ্জের ৩ জন এবং দোহারের ২ জন রয়েছে। এছাড়া, দক্ষিণ জয়পাড়ার আয়নাল হোসেন পলাতক রয়েছে। দোহার থানায় মামলা হয়েছে। দোহার থানার মামলা নং-০৯, তারিখ-২২/১২/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ।
দোহার থানা অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা গ্রেফতারকৃতদের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই চক্রটি টেকনাফ থেকে এসেছে। এই চক্রের সাথে স্থানীয় কিছু মানুষ জড়িত হয়েছে। আমরা আমাদের নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত রাখছি। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
আটককৃতরা হলেন ১। সোহেল আহম্মেদ (৩৯), পিতা-মৃত হোসেন মিয়া, সাং-বন্দ ছাটগাঁও, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ আলমগীর (২৮), পিতা-ইছামুদ্দিন, সাং-বাহাদুরপুর, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-বাদাম গাছতলা গোপপাড় (জনৈক শ্যামলের বাসার ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। সাইদুর রহমান মুন্না (৩৩), পিতা-সাচ্চু মিয়া, সাং-বন্দ ছাটগাঁও, থানা কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৪। ফিরোজুর রহমান ফিরোজ (৪৫), পিতা-মৃত সোহরাব বেপারী, সাং-নিকড়া, বাগানবাড়ী, থানা-দোহার, জেলা-ঢাকা, ৫। আনোয়ার সাদিক ওরফে সোহেল রানা (২০), পিতা-মৃত ফাইজুল ইসলাম,পালিত পিতা-রাহমাতুল্লাহ, সাং- কুতুপালং মধুরচারা (রোহিংগা ক্যাম্প ৩(ব্লেক-এএ২৪), বাসা নং-২৫০৭০৬, মাঝির নাম-ফজল করিম (০১৮৬৪৭১২০৬৩), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ সিদ্দিক (২৮), পিতা-মৃত ওমর মিয়া, সাং-টেকনাফ ডেলপাড়া কিতিবিল (জনৈক হালদা এর বাড়ীর পাশে), থানা-টেকনাফ, জেলা -কক্সবাজার,৭। মোঃ রুবেল হোসেন (৩১), পিতা-আলম হোসেন, সাং-পূর্ব লটাখোলা, থানা-দোহার, জেলা-ঢাকা, পলাতক আসামী- আয়নাল বেপারী (৩৫), পিতা-ইসমাইল বেপারী, সাং-দক্ষিণ জয়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা।
এদিকে, এলাকাবাসী দোহার থানা পুলিশকে কৃতজ্ঞতা জ্ঞাপনসহ উক্ত এলাকায় আরও অভিযান পরিচালনার অনুরোধ করছে।

আপনার মতামত দিন