দোহারে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা: দেখার কেউ নেই

290

প্রবাসী অধ্যুসিত দোহার থানায় বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। আসছে ঈদ উপলক্ষে দোহারে স্রোতের মত ভিক্ষুক আসছে বিভিন্ন স্থান থেকে। ফলে  দোহারের বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানের সামনে বেড়ে গেছে ভিক্ষুকের সংখ্যা।

ফলে এক দিকে সাধারণ মানুষের যেমন ভোগান্তি বাড়ছে সেরকমই বাড়ছে ভিক্ষুকের সংখ্যাও বাড়ছে যা দোহারের জন্য অশনি সংকেত। তবে সামজিক বৈষম্যের একটি করুণ চিত্র বলেই এটিকে মনে করা হচ্ছে। একই সাথে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়াতে এ সমস্যা প্রকত আকার ধারণ করছে। সবাই বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের ও সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

আপনার মতামত দিন