দোহারে বাল্যবিবাহের দায়ে দম্পতির কারাদন্ড

251

অপ্রাপ্ত বয়সে বিয়ে ও মিথ্যা হলফনামা আদালতে দাখিলের অপরাধে ঢাকার দোহার উপজেলায় আল আমিন (১৯) ও তাঁর ১৪ বছর বয়সী স্ত্রীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এবং তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আল আমিন উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুলছুরি গ্রামের আনিস দেওয়ানের ছেলে ও মিম আক্তার একই গ্রামের জামান মোড়লের মেয়ে।সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগম গতকাল মঙ্গলবার এ সাজা দেন। এ সময় তাঁদের বিরুদ্ধে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ প্রশাসনকে হয়রানির অভিযোগও আনা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে ঢাকার একটি আদালতে মা পারুল বেগম তাঁর মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে দেন। এ সময় তাঁরা বয়স-সংক্রান্ত বিষয়ে মিথ্যা হলফনামা জমা দেন।

এদিকে পরের দিন পারুল বেগমই মেয়েকে অপহরণের অভিযোগ এনে দোহার থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায় নি। এই দুই অপ্রাপ্তবয়স্ক দম্পতি ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল।

গত মঙ্গলবার গোপনে খবর পেয়ে দোহার থানা পুলিশের উপপরিদর্শক হারুন-এর নেতৃত্বে একটি দল কুলছুরি থেকে তাদের উদ্ধার করে। 

আপনার মতামত দিন