দোহারে বালুর ট্রাক উল্টে পথচারী নিহত

437

মাহমুদুল হাসান সুমন, রিপোর্টার, news39.net: দোহার ও নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চালনায় চকে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বাদশা মিয়া, বয়স আনুমানিক ৬৭/৬৮; উনি একজন চায়ের দোকানী। বাড়ী – রাইপাড়া ইউনিয়নের পোদ্দারবাড়ী গ্রামে।

প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত দোকানী জানান, সকাল ৯টায় দোহার থেকে বালুভর্তি ২টি ট্রাক তীব্রগতিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে করতে আসছিলো। চালনায় চকের দোহার প্রান্তে ওভারটেক করার মূহুর্তে ঢাকা মেট্রো ড – ১১৩৭২১ নম্বর গাড়িটি রাস্তার পাশের দোকানের কিছু অংশ এবং কারেণ্টের পিলার উপড়ে দিয়ে বিলে গিয়ে পড়ে। এসময় রাস্তার পাশে হাটতে থাকা বাদশা মিয়া ট্রাকের আঘাতে গুরুতর আহত হোন। তাকে তাতক্ষণিক, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার এবং হেল্পার পলাতক রয়েছে বলে জানা যায়।

আপনার মতামত দিন