দোহারে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

31

news39.net: ৩রা অগাস্ট, মংগলবার, দোহারে করোনায় কর্মহীন ২২৬ পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দোহার উপজেলা প্রশাসন। এসময় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার দুপুরে জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্রসামগ্রী হিসেবে প্রত্যেক শ্রমিককে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল ও ১কেজি লবণ দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম , দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন,
দোহার উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ,সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন