দোহারে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

77
দোহারে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন: ঢাকার দোহারে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” প্রকল্প (প্রত্যাশা-২) এর আওতায় প্রবাসবন্ধু ফোরামের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দোহার উপজেলার জয়পাড়া সেভেনস্টার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের দোহার শাখার সভাপতি শামীম আরমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আল মুবিন রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি হেলেনা বেগম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রিনা, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব এবং সদস্য উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসেন।

এছাড়া, প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরি আখিঁ-সহ অন্যান্য সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের কর্মসংস্থান এবং তাদের সামাজিক পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রবাসবন্ধু ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভাটি সফলভাবে সম্পন্ন করতে ফোরামের সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন।

আপনার মতামত দিন