দোহার (ঢাকা) প্রতিনিধি :ঢাকার দোহার উপজেলার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। দোহার উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ পোনামাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, দোহার উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, জলাশয় রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে দোহার উপজেলায় মাছের চাহিদা পূরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে। সরকার ব্যক্তি পর্যায়ে মৎস্যচাষকে এগিয়ে নিতে নানামুখী সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেলে মাছের ৩২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাশার মৃধা, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিন,হামিদুর রহমান খান হিমুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবীরা।