দোহারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা

893

গত সোমবার ১৭ জানুয়ারি দুপুরের দোহারপুরি গ্রামের সাধুরবাগে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বি মোল্লার (২২) উপর হামলা চালায় রফিক চোকদারের ছেলে রাফসান চোকদার ও তার সহকারীরা।

রাব্বির গায়ে মোটা সুয়েটার না থাকলে জখমের পরিমান আরো বাড়তো বলে মনে করেন কর্তব্য রত ডাক্তার। অপর দিকে কয়েক দিন আগে রুবেল মোল্লা হত্যার শোক ভুলতে না ভুলতেই রুবেলের আপন চাচাতো ভাই রাব্বি মোল্লাকে হত্যার অপচেষ্টায় এলাকায় বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন,আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। ইতি মধ্যে দোহার থানার তিনটি টিম মাঠে আছে । আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

রুবেল হত্যা মামলার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আল-মামুন বলেন মামলার সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে এবং রিমান্ডে এনে কোন তথ্য বা আলামত পাওয়া যায়নি তবে চেষ্টা অব্যাহত আছে। শিঘ্রিই গ্রেফতার হবে বলে আশা করেন ঐ পুলিশ কর্মকর্তা। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত দিন