দোহারে পশুর হাটের উদ্বোধন

147
দোহারে পশুর হাটের উদ্বোধন

ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। এ‌টিই জয়পাড়া হাটের পর দোহারের বৃহৎ কোরবানির পশুর হাট। শনিবার  (১৭ জুলাই) বিকাল ৫ টায় কোরবানির পশুর হাটের  উদ্বোধন করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করতে হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। পশুর হাটে আগতদের বাধ্যতামূলক জীবাণুনাশক ব্যবহার ও সামাজিক দূরত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন, হাট ইজারাদার সোহেল তালুকদা, আওলাদ হোসেন মোড়ল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাশার মৃধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন