বুধবার জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের আয়োজিত এক আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি বক্তব্য দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন ইতিমধ্যে দোহারে পদ্মার পাড়ে সেনাবাহিনীর অধিনে কাজ শুরু হয়েছে পদ্মার বাম তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের। পদ্মার ড্রেজিং প্রকল্পের বালি উত্তলনের পর তা নদী তীরে রাখা হবে, এতে করে প্রায় এক হাজার একর জমি তৈরি হবে আর সেই জমিতেই স্থাপিত হবে শেখ কামাল গ্রিন সিটি।” তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের সাথে কথা বলেছেন খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। পদ্মার পাড়ে শেখ কামাল গ্রিন সিটি দেখতে পূর্বাচলের প্রকল্পের থেকেও সুন্দর হবে বলে জানান তিনি। এছাড়াও দোহার ও নবাবগঞ্জ অঞ্চলের উন্নয়নের জন্য আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তার বক্তব্যে। সে সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক শান্ত সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আপনার মতামত দিন