দোহারে পথ শিশুদের মাঝে ঈদ উপহার

46
দোহারে পথ শিশুদের মাঝে ঈদ উপহার

ঢাকা জেলার দোহার উপজেলা জয়পাড়া এলাকা সহ দোহার উপজেলা পরিষদের ভিতরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৯ই এপ্রিল সকাল ১১টায় দোহার মানবসেবায় রোভারিং গ্রুপ এর আয়োজনে ও তাদের পক্ষ থেকে পথ শিশু দের মাঝে ঈদ উপহার বিতরণ সহ জয়পাড়া কলেজ মাঠে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব -২০২৪ পালন করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,দোহার উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এসএম খালেক। এসময় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন,শেখ রাকিব, তহুরা আক্তার সুস্মিতা,আকাশ তালুকদার, শেখ সজীব,সামিয়া, রানিয়া,রাবেয়া।

আপনার মতামত দিন