দোহারে নৌ-পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকার জাল ধ্বংস

63
দোহারে নৌ-পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকার জাল ধ্বংস

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করেছে কুতুবপুর নৌ-পুলিশ। এ সময় পদ্মানদী থেকে ৩০ টি নিষিদ্ধ চায়না দোয়ার ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা জানায়, সোমবার বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে জাল ফেলে ইলিশ ধরছিল অসাধু জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নির্দেশে কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করলে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে কুতুবপুর নৌ-ফাঁড়ির পুলিশের সহযোগিতায় নদীতে থেকে ৩০ টি নিষিদ্ধ চাইনা দোয়ার ও ১০হাজার মিটার জাল জব্দ করে। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
দোহারের কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম বলেন, নিয়মিত টহলের অংশ হিসাবে নৌ ফাড়িঁর পুলিশের একটি টিম পদ্মা নদীতে টহল দিচ্ছিল। এ সময় নদীতে নিষিদ্ধ চায়না দোয়ার ও নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত দিন