দোহারে নৌকার মাঝি হলেন যারা

818

News39.net: আগামী ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের দোহারের পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য নৌকা প্রতীক চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই পাঁচ ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে দলীয় সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দোহারে নৌকার মাঝি হলেন যারাঃ
১. নয়াবাড়ি ইউনিয়নে নৌকা প্রতিক পেলেন – তৈবুর রহমান তরুণ।
২. কুসুমহাটি ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন – আবদুল কাদের মন্ডল।
৩. বিলাশপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন – রাশেদ চোকদার।
৪. নারিশা ইউনিয়ন নৌকা প্রতীক পেলেন – আলমগীর হোসেন।
৫. মুকসুদপুর ইউনিয়ন নৌকা প্রতীক পেলেন– অধ্যাপক আব্দুল হান্নান।

আপনার মতামত দিন