মঙ্গলবারদোহারের পাঁচশতাধিক নিম্নবিত্ত, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ইদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার এবং মহিলা আওয়ামিলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল।
মঙ্গলবার সকালে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের শিকদার বাড়িতে ইদ উপহার ৩শত পরিবারে শাড়ি-লুঙ্গী ও ২ শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় আলী আহসান খোকন শিকদার news39.net কে বলেন, ইদ মানেইতো অন্যকে খুশী করা, অসহায়ের পাশে থাকা। নিজের আনন্দ অন্যের সাথে ভাগাভাগি করা। নিজ এলাকাবাসী বা প্রতিবেশীকে কষ্টে রেখে বা অভুক্ত রেখে ইদ হয় না। তাই সকলেরই উচিত সামর্থ্যনুযায়ী সকলের সাথে ও পাশে থেকে ইদ পালন করা। দোহারবাসীকেও আমাদের পক্ষ থেকে ইদ মোবারক।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাদের মন্ডল, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, আব্দুল মালেক দোহারি সহ আরও অনেকে।