দোহারে নবনির্মিত মসজিদের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

373

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর গ্রামে একটি দৃষ্টিনন্দন দুই তলা মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার(২৫সেপ্টেম্বর) জুম্মার নামাজের পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজ বাস ভবনের সামনে কুয়েত পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কুয়েত সোসাইটি অব রিলিফ এর বাস্তবায়নে এ নবনির্মিত মসজিদটির উদ্বোধন করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মানুষের সেবক। আল্লাহর রহমতে আওয়ামী লীগ সরকার মানুৃষের সেবায় সর্বদাই নিয়োজিত থাকবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নিবন্ধন বাংলাদেশের সাবেক মহাপরিদর্শক কে এম আব্দুল মান্নান, দোহার উপজলা পরিষদের চেয়ারমান আলমগীর হোসেন সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন