দোহারে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত

634

দোহারের জয়পাড়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ শুক্রবার সকাল ১০ টায় দোহার উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে রতন স্বাধীনতা চত্তর প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন এ পথ সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুধীর চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোজ্জামেল হোসেন রাসেল, উপজেলা দুর্নীতি কমিটির সহ-সভাপতি এবং ড্যাফোডিল স্কুলের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, ইকরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক একলাল উদ্দিন আহাম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন দোহারের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন বলেন,” দুর্নীতিকে যেন নীতির কাছে পরাজিত করা যায় সে লক্ষে সকলেকে একসঙ্গে কাজ করতে হবে’’।

 

আপনার মতামত দিন