দোহারে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

223

ঢাকার দোহার উপজেলায় কর্মরত সাংবাদিক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শনিবার দুপুরে উপজেলা সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজ, সাংবাদিক ও শিক্ষকসহ সব পেশাজীবী মানুষকে সোচ্চার হতে হবে। দুর্নীতি আজ সমাজের প্রতিটি স্তরেই আঁকড়ে ধরেছে। তৃণমূল থেকেই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি সচেতন মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন দুদকের সহকারী উপপরিচালক আবদুল কাদের ভূঁইয়া, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুজিবুল হায়দার, সাধারণ সম্পাদক একলাল উদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন