দোহারে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

263
মাহবুবুর রহমান

ঢাকার দোহারে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০টি পরিবারের মাঝে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান মোল্লা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো: শাহাবু্িদ্দন আহমেদ, আওয়ামী লীগ নেতা সুরুজ মোল্লা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সুলায়মান, সাজ্জাদ হোসেন, আ: খালেক, ছাত্রলীগ নেতা ফয়সালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন