ঢাকার দোহার উপজেলায় মো. দুলাল মিয়া নামে এক ড্রেজার চালককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা তাকে এ অর্থদণ্ড দেন।
মঙ্গলবার দুপুরে কুসুমহাটি ইউনিয়নে জামালচর ব্রিজের নিচ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ড্রেজার চালককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত দুলাল মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, সোমবার কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাদের অভিযোগের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা এ অভিযান পরিচালনা করেন।
আপনার মতামত দিন