দোহারে জেলেরা পাচ্ছে না ভর্তুকির চাল

453

প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন বন্ধে গত বুধবার থেকে টানা ২২ দিন দেশের পদ্মা, মেঘনাসহ বিভিন্ন নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। এ জন্য জেলেদের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। কিন্তু নদীবেষ্টিত দোহারে প্রায় এক হাজার জন জেলের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। কর্মহীন জেলেরা এখন মানবেতর দিন কাটাচ্ছে। চলতি মৌসুমে বিভিন্ন নদ-নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় ত্রাণ মন্ত্রণালয় থেকে অনেক জেলার বেকার জেলেদের ভর্তুকি হিসেবে ২০ কেজি করে চাল দিচ্ছে। কিন্তু দোহারে নিবন্ধনকৃত প্রায় এক হাজার জেলে সরকারের আহ্বানে সাড়া দিলেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি বরাদ্দের চাল।

স্থানীয় মত্স্য ও প্রাণিসম্পদ অধিদফতর জেলেদের এই সময়ে ইলিশ নিধনে অনুত্সাহিত করতে সভা-সমাবেশ, বৈঠক করেছে। কিন্তু জেলেরা কেন সরকারি বরাদ্দ পেল না বা আদৌ পাবে কি না, এ ব্যাপারে কিছু বলছে না।

এ ব্যাপারে দোহার উপজেলা মত্স্য কর্মকর্তা এবিএম জাকারিয়া জানান, ২২ দিনে উপজেলার প্রতিটি জেলেকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু বরাদ্দ না পাওয়ায় তা দিতে পারছি না। তবে উপজেলার জেলেরা নদীতে মাছ না ধরার নির্দেশনা  মেনে চলছেন।

আপনার মতামত দিন