দোহারে জেলা পরিষদের উন্নয়ন কাজের উদ্বোধন

158

 

ঢাকার দোহার উপজেলায় শনিবার ঢাকা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুকসুদপুর, উত্তর শিমুলিয়া, মালিকান্দা ও নুরপুর এলাকার তিনটি আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজের ও দুটি রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। এছাড়া নারিশা বাজার মসজিদের এসি সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মাহবুবুর রহমান। এসব প্রকল্পে মোট ব্যয় খরচ ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোতালেব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক খান, সাধারণ সম্পাদক আরমানুর রহমান ভূঁইয়া রিপন, নারিশা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু, মো. জয়নাল, মো. মোস্তফা মোল্লা, কাউসার হোসেন রিপন, মো. হিরন খান সহ আরো অনেকে।

আপনার মতামত দিন