দোহারে জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

207

শুক্রবার সকালে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাটা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের দোহার শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ হোসেন সহ অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, ঘাটা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহিন চোকদার, ঢাকা পল্লী বিদ্যৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল আলীম বিশ্বাস, দোহার নূরপূর ক্রীড়া চক্রের সভাপতি কাজী কফিল উদ্দিন প্রমূখ।

সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফেরদৌস।

শিক্ষকদের উপস্থিতিতে মো. সাহাবউদ্দিন চোকদারকে সভাপতি ও শেখ আকরাম আলীকে সাধারন সম্পাদক করে সংগঠনটির দোহার শাখার ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন সভার বিশেষ অতিথি জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনূর আক্তার।

আপনার মতামত দিন