দোহারে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

76

মোঃ আল-আমিন, news39.net: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির অনুকূলে প্রদত্ত ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দোহারের দুঃস্থ ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ৫৪ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেকটি পরিবারকে নগদ ৩ হাজার করে টাকা হস্তান্তর করা হয়।

সোমবার (১২ জুলাই) দুপুরে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এই ঢেউটিন ও অর্থ পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাইদসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন