দোহারে খোকন শিকদারের মাস্ক বিতরণ

230
দোহারে খোকন শিকদারের মাস্ক বিতরণ

সারদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশে ঢাকার দোহার উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করেছে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

 রবিবার (০৪ এপ্রিল) দুপুরে জয়পাড়ার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের (২য় তলায়) আলী আহসান খোকন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ নেতাকর্মী ও দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি চলাকালীন সময় পর্যন্ত স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগের সংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসানসহ অনেকে।

ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগের সংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসানসহ অনেকে।

আপনার মতামত দিন