দোহারে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেলেন যারা

283
দোহারে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেলেন যারা

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার ২৬ আগষ্ট দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে কাজী রুবেলকে দোহার উপজেলার কৃষক দলের সভাপতি ও মো: রফিক কবিরাজকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে দোহার উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কাজী রুবেল বলেন, আমাদের কমিটি ঘসনা করা হয়েছে আমি বিশ্বাস করি আগামী যুগপথ আন্দোলনে আমাদের এই কমিটি অনেক ভূমিকা রাখবে বলে আশা করি

এছাড়াও কমিটিতে সিনিয়ার সহ সভাপতি পদে শেখ কবির হোসেন, সহ সভাপতি পদে ৮ জন, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পদে হেলাল মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন,সহ সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে পারভেজ দেওয়ান, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ ফারুক তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জুলহাস মাদবর,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামীম বিশ্বাস, শিক্ষা ও গবেষণা পদে মোঃ শরিফুল ইসলাম, যুব সম্পাদক পদে আজিজুল হাওলাদার ও সদস্য পদে ৪১জনে নাম ঘোষণা করা হয়েছে।

অন্য খবর  মুকসুদপুর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিরতণ

 

আপনার মতামত দিন