দোহারে কর প্রদানে অবহেলার অভিযোগে সড়কবাতি সংযোগ বিচ্ছিন্ন

243

৩টি ওয়ার্ডে কর প্রদানে অবহেলার অভিযোগে দোহার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সড়কবাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার থেকে এই লাইট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিউজ৩৯-কে জানান, “দোহার পৌরসভার দোহার বাজার, সুতারপাড়া এলাকা নিয়ে গঠিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডগুলোতে কর আদায়ের হার শতকরা ১ শতাংশেরও নিচে।  ফলে স্বল্প আয়ের এই পৌরসভার পক্ষে ভর্তুকি দিয়ে দিয়ে এই সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই কতৃপক্ষ বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করছে।”

দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়াও একই কথা জানান। তিনি বলেন, “বাজেট স্বল্পতার কারনে যেখানে উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না, সেখানে ভর্তুকি দিয়ে এই সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।”

আপনার মতামত দিন