দোহারে করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনঃ ১১ জনকে জরিমানা

151

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শুরু হয়েছে চলাচল। খুলেছে মার্কেট, দোকান-পাট। কিন্তু সবখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নাগরিকদের মধ্যে মাস্ক, গ্লাভস পরার প্রবণতাও খুবই কম।
বৃহস্পতিবার ( ১১জুন) দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে বাহ্রাঘাটসহ দোহারে বিভিন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মানাতে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। নূন্যতম স্বাস্থ্যবিধি না মান্য করার অপরাধে

১১টি মামলায় ১১ জনকে ২২০০ টাকা অর্থদন্ড প্রদান করে ও সতর্ক করা হয়।

সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই দোহার উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে। এজন্য সবাইকে করোনা সংক্রমণ থেকে বাচঁতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।
সে সময় জ্যোতি বিকাশ চন্দ্র সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং সচেতন করতে ও জনগণ যাতে মাস্ক পরে বাহিরে আসে সে জন্য
এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সে সময় তাকে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ প্রশাসন।

আপনার মতামত দিন