দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু, গভীর রাতে দাফন করলো স্বেচ্ছাসেবক টিম

185
দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় সুতারপাড়া গ্রামের আ.হাকিম (৭৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (২০ জুলাই) রাতে রাত ১ টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাফন করেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।

সোমবার রাত ১০ টার দিকে আ.হাকিমের মৃত্যুর সংবাদ পেয়ে টিম প্রধান সুলাইমান বেপারী টিমের অন্যান্য সদস্যদের নিয়ে রাতের অন্ধকারে মৃত ব্যক্তির বাড়িতে যান। পরে রাত ১.৩০ মিনিটের দিকে দাফন কাফন শেষ করেন ইসলামি আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম।

রাতের আধারে দাফনের সময় স্বেচ্ছাসেবক টিমে দায়িত্ব পালন করছেন যারা, টিম প্রধান- মো. সুলাইমান বেপারী, মাওলানা আ.গফফার আল ফরিদী, যুবায়ের আহমাদ সাকী, আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া, আ.মালেক, মাওলানা ইসমাঈল, মো.শিবলু।

আপনার মতামত দিন