স্বাস্থ্যবিধি না মানায় কাশিয়াখালী বেড়িবাঁধ রেস্টুরেন্টে প্রশাসনের অভিযান

742

ঢাকার নবাবগঞ্জে কাশিয়াখালী বেড়িবাঁধ স্লুইসগেট সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্ট এবং ঘুরতে অাসা দর্শনার্থীসহ ৯ টি মমলায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় এসব রেস্টুরেন্ট ও ব্যক্তিদের ৯ টি মামলায় মোট ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম৷ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মানায় রেস্টুরেন্ট এবং ব্যক্তিসহ মোট ৯ টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়৷ এমনকি সরকারি নির্দেশনা না মানার কোন সুযোগ নেই৷ কেউ অাইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

উল্লেখ্য যে, গতরবিবার (১৯ জুলাই) সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে অাসে প্রশাসনের৷ পরপরই সোমবার (২০ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট৷

আপনার মতামত দিন