দোহারের এএসপি, ওসি সহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা

    393

    news39.net: দোহার থানার সাবেক ওসি সাজ্জাদ এবং নবাবগঞ্জ থানার সাবেক ওসি মোস্তফা কামাল, ততকালীন এএসপি সার্কেল মাহবুবসহ ৩৪ জনের নামে ঢাকা জেলা জজ কোর্টে মামলা হয়েছে । মামলায় দোহার নবাবগঞ্জ থানার প্রায় ১১ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের ১২ ডিসেম্বর গণসংযোগের সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে নির্বাচনে প্রচারের সময় দোহার উপজেলার করম আলী মোড় থেকে আটক করে পুলিশ।

    সেদিনের পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে, গায়েবি মামলা হয় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায় গুরুতর আহত দোহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদী হয়ে মংগলবার আদালতে মামলা করেন। মামলায় ৩৪ জনকে আসামী এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। মামলা পরিচালনা করবেন এপিপি এডভোকেট আতিকুর রহমান সোহান।

    আপনার মতামত দিন