দোহার উপজেলা কৃষি অফিস উচ্চ ফলনশীল হাইব্রীড সাগর কলা উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।গত বছর বৃক্ষ মেলায় দারিদ্র্য বিমোচন কর্মসুচীর আওতায় দোহার উপজেলার ১০জন কৃষককে উচ্চ ফলনশীল সাগর কলার ১০০ চারা দেয়া হয়। এক বছরের মাথায় সেই গাছগুলোতে এবার অভাবনীয় ফলন হয়েছে।
এবার ফলদ মেলায় মুকসেদপুর মুসা মেম্বারের এইরকম একটি কলা গাছ আনা হয়েছে প্রদর্শনের জন্য।
দোহার উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ সহকারি কর্মকর্তা মোঃ মোরশেদ আলম নিউজ৩৯ কে জানান, টিস্যু কালচারের মাধ্যমে এই উন্নত ফলনশীল হাইব্রীড কলার চাষ করে অল্প খরচে অধিক আয়ের দ্বারা স্বাবলম্বী হওয়া সম্ভব। আমরা আশা করছি, এবারের মেলায় ক্রেতারা এই কলাচাষে আরো বেশি আগ্রহি হবে।
আপনার মতামত দিন