বাঁধ ভাঙ্গার দাবীতে বুধবার জয়পাড়া বাজারে মানব বন্ধন

357

আগামীকাল বুধবার দোহার উপজেলার জয়পাড়া বাজারে মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করেছে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতি। এই মানব বন্ধনের মূল কারণ প্রবাহ মান ইছামতি নদীর উপর বাধ নির্মাণ। এতে দোহার নবাবগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়া বাদেও জয়পাড়া বাজার এখনই বন্যার ঝুকিতে পড়েছে। আর তাই এই মানব বন্ধন।

নিউজ৩৯ এর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামে ইছামতি নদীর উপর বাধ দেওয়া হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হয়ে প্লাবিত হচ্ছে আশে পাশের অঞ্চল। প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। কৃিএম বন্যায় প্লাবিত হয়েছে ধান ক্ষেত।

দোহার থানা নির্বাহি কর্মকর্তা মোঃ আল আমিন এ ব্যাপারে নিউজ৩৯ কে জানিয়েছিলেন, বাধের সীমানা নবাবগঞ্জ মৌজায় হওয়ায় তারা কিছুই করতে পারছেন না। তবে দোহার বাসী মানব বন্ধন,স্মারকলিপি ইত্ত্যাদির মাধ্যমে সরকারে দৃষ্টি আকর্ষন করলে উপজেলা পরিষদ সম্পুর্ণ সহযোগীতা দিবে।

আপনার মতামত দিন