ঢাকার দোহার উপজেলায় সবুজ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের আয়োজনে ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে জয়পাড়া করম আলী মোড় সংলগ্ন তার নিজ বাসায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
এসময় আতিকুর রহমান বলেন, ব্যাপক পরিমানে বৃক্ষরোপণই পারে বায়ু দূষণ রোধ করতে। গাছপালা যেমন বায়ু পরিষ্কার রাখে ঠিক তেমনি বিষাক্ত টক্সিন, গ্যাস ইত্যাদি শোষণ করে নেয়। এছাড়াও গাছপালা ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে। তাই পরিবেশ রক্ষায় এখনই সঠিক সময়, বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহারের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ও সচেতন নাগরিকগণ। পরে উপস্থিত সবাইকে গাছের চারা উপহার দেন এবং বৃক্ষরোপণের আহবান জানান।
দোহারে ঈদ পুনর্মিলনী ও গাছের চারা বিতরণ
আপনার মতামত দিন