দোহারে ইয়াবা জব্দ করলেন ইউপি সদস্য

508
দোহারে ইয়াবা জব্দ করলেন ইউপি সদস্য

দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা এলাকায় গত শনিবার রাত ৯ টার দিকে ইয়াবা কেনাবেচার সময় ৭৫ পিছ ইয়াবা জব্দ করেন ৭নং নারিশা ওয়ার্ড ইউপি সদস্য জনাব, আমিনুল ইসলাম জিকু। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সাহায্যে অভিজান চালানো হয়। পরিস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াবা রেখে পালিয়ে যায় স্বপন নামের এক যুবক। সে নারিশা উত্তর চক  এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে স্বপন পলাতক রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা দোহার থানা এস.আই মো: হাবিবুর রহমান হাবিব এর কাছে হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মঞ্জু মোল্লা, সোবহান বেপারী, বাবু বেপারী, ইমরান খান রাজ, সোহেল হোসেন, আক্তার মোল্লা, জহিরুল ইসলাম পরশ, রনি খান প্রমুখ।

আপনার মতামত দিন