দোহারে আব্দুর শুকুর নাইট ক্রিকেট লীগের যাত্রা শুরু

111

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অনারম্বর আয়োজনের মাধ্যমে আব্দুর শুকুর নাইট ক্রিকেট লীগ ২০২৩ সিজন-১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান তরুণ। খেলার প্লেয়ার ড্রাফটের উদ্বোধন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহীদ মিয়া।
নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলীগ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা যুব সমাজকে খেলাধূলার দিকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে যুব সমাজ খেলাধুলা ছেড়ে মোবাইল ও বিভিন্ন ধরনের মাদকের পেছনে বেশি সময় নষ্ট করে থাকে। তবে যে সকল যুবকরা পড়াশোনার পাশাপাশি নিজেদের খেলাধুলার মধ্যে রাখে তারা কখনো মাদকাসক্ত হয় না। তাই এতো সুন্দর খেলার আয়োজক করায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি বিশ্বজীৎ গুহ টুটুল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভুইয়া। সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ। এসময় নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন