দোহারে আবেদনের ৩ বছরেও বিদ্যুৎ পায়নি অনেক পরিবার

373

নিউজ৩৯♦ ওভার লোডের অজুহাতে আবেদনের তিন বছরেও বিদ্যুৎ সংযোগ পাননি ঢাকার দোহার উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের অন্তত ৩০ পরিবারের।

এই ৩০ ভুক্তভোগী পবিবারের এক সদস্য দোহার উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের প্রবাসী শেখ ইউসুফের স্ত্রী আমেনা বেগম বলেন, ২০১২ সালের ১ জানুয়ারি আবাসিক বিদ্যুৎ সংযোগ চেয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ দোহার জোনাল অফিসে আবেদন করেন। পরে সংশ্লিষ্টরা বেশ কয়েকবার আমার বাড়ি সরেজমিন দেখেন। এ সময় আমাকে মিটার বাবদ টাকা জমা দিতে বলেন। কয়েকদিন পর আমি অফিসে গিয়ে মিটার বাবদ ৬শ টাকা জমা দিই। সে সময় কিছু দিনের মধ্যে আমাকে বিদ্যুৎ সংযোগ দিবে বলে আশ্বস্ত করেন। কিন্তু ৩ বছর পার হলেও আমি বিদ্যুৎ পাইনি। এ রকম অভিযোগ শুধু আমেনা বেগমের নয় গ্রামের অন্তত ৩০ পরিবারের।

দোহার পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আল-আমিন বলেন, ওভার লোডের কারণে এতদিন বিদ্যুৎ সংযোগ দিতে পারিনি। এখন ওভার লোড কেটে গেলেও মিটার নেই। মিটার আসলেই সংযোগ দেয়া হবে। ডিজিএম আবদুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন