দোহারে আঙ্গুরের সফল চাষ

739

সোহেল বাবুঃ দোহার থানার লটাখোলা গ্রামের আমির হোসেন নিজ বাড়ীতে আঙ্গুর চাষে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। আমির হোসেন নিউজ৩৯ এর প্রতিবেদক সোহেল বাবুকে বলেন, প্রায় ৩ বছর পূর্বে অনেকটা শখের বশে ২টি আঙ্গুর গাছের চারা তিনি ২০০ টাকায় লটাখোলা সিফাত নার্সারি থেকে কিনে আনেন। এর মাঝে একটি চারা মারা যায়। তিনি অপর চারাতিকে বাঁশের মাচা বানিয়ে উপরে উঠিয়ে দেন। এরপর কৃষি অফিসের পরামর্শ মোতাবেক তিনি নিয়মিত সার ও কীটনাশক স্প্রে করেন। প্রথম বছরেই তার গাছে প্রায় ১৫ কেজি আঙ্গুরের ফলন হয়। এ বছর তার উৎপাদিত আঙ্গুরের পরিমাণ প্রায় ২৭ কেজির মতো।

এলাকার সবাই বসত বাড়ীতে তার এ সাফল্য দেখার জন্য আসছেন।
শখের বশে যে কাজটি করে ছিলেন বাড়ির ফলের চাহিদা মেটানোর জন্য; সেই কাজটি তাকে প্রেরনা দিচ্ছে বাণিজ্যকভাবে ফলনের। আগামী বছর থেকে তিনি বাণিজ্যিক ভিত্তিতে আঙ্গুরের চাষ করবেন।

https://lh6.googleusercontent.com/-gqBqxTh6J7A/T6Eyj0Ml1ZI/AAAAAAAAA6s/9cGBHVyj3U4/s600/Babu%2520n97080.jpg

আপনার মতামত দিন